× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কবিতা / সূর্যের চিহ্ন নেই কোথাও

অনলাইন

শহীদুল্লাহ ফরায়জী
(২ বছর আগে) জানুয়ারি ২৪, ২০২২, সোমবার, ৭:১৮ অপরাহ্ন

মানুষ অনেকদিন সূর্য দেখে না
সূর্যবিহীন দিন
এমন মহাপরাক্রমশালী  
বিশ্বাসঘাতক কারা
যারা দিন-দুপুরে
সূর্য ছিনতাই করে।

বাঙালি অনেকদিন সূর্য দেখে না
দিনের শুরুতেই
গভীর অন্ধকার  
প্রতিকারহীন ভয়ার্ত চোখে
চারিদিক হাহাকার।

আকাশে কোন
কৃষ্ণকালো মেঘ নেই
মরুভূমির ধুলো ঝড় নেই
প্রচণ্ড তুষারপাত বা কুয়াশা নেই
কোথাও কোনো
পারমাণবিক বিস্ফোরণ ঘটেনি
আবহাওয়া পরিষ্কার
অথচ সোনার বাংলায় সূর্য ওঠে না।

যারা সত্য বলে কদাচিৎ
তারাই ধর্মগ্রন্থ ছুঁয়ে
শপথ করে বারবার
যে অতি মূর্খ
তার বেশি জ্ঞানের অহংকার।

আকাশ ভরা তারা
তবু রাত ভয়ংকর
বসে আগুনের উপর
শোনাতে পারো হে
মানবতার কণ্ঠস্বর।

সারি সারি মানুষ
বড় দুর্দিন
তবুও মিছিল করে না
অদৃশ্য হাত
মস্তক ছিন্ন করে
অথচ কেউ প্রতিবাদী
স্লোগান ধরে না,
কবিও পদকের অনুসারী
 হায়, কী শোচনীয় পাপ
এ জীবনের কী দাম।

ষড়যন্ত্র হিংসা মৃত্যুদণ্ড নির্বিচার
অভিযান পাল্টা অভিযানে
অথচ মাথা উঁচু করে
বয়ান দিয়ে যাচ্ছে
নগ্ন অভিনয়ে।

সূর্যের চিহ্ন নেই কোথাও
ভালো আছি কতটুকু
আর কী প্রমাণ চাও?

২৪.০১.২২
উত্তরা ঢাকা।
[email protected]
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
Nurita Nusrat Khando
২৫ জানুয়ারি ২০২২, মঙ্গলবার, ৯:৪৫

অসম্ভব সুন্দর একটা কবিতা। জীবনানন্দের 'অদ্ভুত এক আঁধার...' কবিতাটির কথাও মনে পড়ে গেলো। কালের স্রোত বয়ে গেছে কিন্তু হাওয়া পাল্টায়নি। দুই কালের দুই কবির বার্তায় তার প্রমাণ মেলে।

হেলাল মুহাম্মদ খান
২৬ জানুয়ারি ২০২২, বুধবার, ৬:২৭

" কবি কে দিওনা দুঃখ / দুঃখ দিলে সে-ও হাওয়ায় হাওয়ায় নীলিমায় / গেঁথে দেবে দুঃখের অক্ষর " (শামসুর রাহমান) ধন্যবাদ কবি তোমাকে, আমাদের গহীন গোপন গভীর কথা এমন অবলীলায় লিখে দেবার জন্যে। যাবতীয় অদৃশ্য মিছিল সূর্য-স্নাত এবং দৃশ্যমান হোক, সংগ্রাম দীর্ঘজীবী হোক!

Zahid
২৪ জানুয়ারি ২০২২, সোমবার, ৯:৪৩

অনেক শুভকামনা ভাই, খুব সুন্দর লেখা

অন্যান্য খবর