বাংলারজমিন

ইবি’র অফিস ও পরিবহনের সময়সূচি পরিবর্তন

ইবি প্রতিনিধি

২০২২-০১-২৫

আগামী ২৯শে জানুয়ারি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিস সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে অফিস সূচি পরিবর্তন করায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচলের সময়ও পরিবর্তন করা হয়েছে। পরিবহন অফিস সূত্রে, আগামী ২৯শে জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়ায় চালিত গাড়িগুলো কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপা হতে সকাল ৮টা, ১০টা, দুপুর আড়াইটা ও সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সকাল ৯টা, দুপুর ১:৪৫ মিনিট, বিকাল ৩:৩৫ মিনিট ও রাত ৮:১০ মিনিটে ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। ছুটির দিনে সকাল ৮টা, দুপুর ২টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় কুষ্টিয়া ও ঝিনাইদহ হতে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং সকাল ৯টা, বিকাল ৩টা ও রাত ৮:১০মিনিটে ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে।
এ ছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বাজার ট্রিপের গাড়ি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা এবং রবিবার বিকাল ৪টায় ক্যাম্পাস থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং কুষ্টিয়া থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা ও রোববার রাত ৮টায় ক্যাম্পাস ছেড়ে আসবে।

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status