× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

খানসামায় ইনফিনিটি ক্লিনিক সিলগালা ও জরিমানা

বাংলারজমিন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, মঙ্গলবার

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে ঝটিকা অভিযান চালিয়ে অবৈধ ইনফিনিটি ক্লিনিক ও কনসালটেশন সেন্টারকে সাময়িক সিলগালা ও ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সম্প্রতি ওই ক্লিনিকে ভুল চিকিৎসা ও কর্তব্যরত চিকিৎসক না থাকায় এক প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদটি উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের দৃষ্টিগোচর হওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সিলগালা ও জরিমানা করে। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পাকেরহাটে অবস্থিত মমতাজ (প্রা.) ক্লিনিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টারসহ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বৈধভাবে পরিচালনার জন্য কাগজপত্র ঠিক করার এক মাসের সময় দেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান বলেন, অভিযান পরিচালনাকালে ইনফিনিটি ক্লিনিকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও রোগী মৃত্যুর ঘটনায় সাময়িক সিলগালা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ ও অনিবন্ধিত এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর