বাংলারজমিন

রূপগঞ্জে সাংবাদিককে মারধরের ঘটনায় প্রধান আসামি বাবুর রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

২০২২-০১-২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাণিজ্যমেলা থেকে সংবাদ সংগ্রহ করে ঢাকায় যাওয়ার পথে কাঞ্চন সেতুর পশ্চিমপাড় ব্রাহ্মণখালী এলাকায়  যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হক অহনকে মারধর ও হামলা মামলার প্রধান আসামি আমির হোসেন বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাওছার আলম এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান। তিনি বলেন, গত শনিবার  বিকালে বাণিজ্যমেলা থেকে খবর সংগ্রহ করে ফেরার পথে সন্ত্রাসীদের  মোটরসাইকেল সাইড দেয়া নিয়ে হামলার শিকার হন  সাংবাদিক আল আমিন হক অহন। বেপরোয়া ভাবে আসামি আমির হোসেন বাবু, কালাম সরকার, আমির হোসেনসহ কয়েকজনে মিলে কয়েকদফা আক্রমণ করে সাংবাদিক আল আমিন হক অহনের ওপর।   রূপগঞ্জ থানা পুলিশ রাতেই প্রধান আসামি আমির হোসেন বাবুকে গ্রেপ্তার করে। সাতদিনের রিমান্ডের  আবেদন করে আদালতে পাঠায়। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে  রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। মামলায় কোর্ট পুলিশের পাশাপাশি রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন সিনিয়র  আইনজীবী  এডভোকেট আওলাদ হোসেন ও  এডভোকেট  জিয়াউল ইসলাম কাজল। আসামি পক্ষে ছিলেন এডভোকেট এমএ রশিদ। আদালত উভয় পক্ষের শুনানি শেষে আমামি আমির হোসেন বাবুর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status