অনলাইন

দেশের ক্ষতি করার জন্য লবিস্ট নিয়োগ করেছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার

২০২২-০১-২৫

বিএনপি দেশের ক্ষতি করার জন্য লবিস্ট নিয়োগ করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার সকালে আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ যাদুঘরে এক অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আগামীকাল (বুধবার) সংসদে লবিস্ট নিয়োগ নিয়ে একটি বিবৃতি দেয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। সেখানে তিনি এ বিষয়ে তথ্য উপস্থাপন করবেন।

সাংবাদিকদের ড. মোমেন বলেন, ‘আমাদের তথ্য অনুযায়ী, বিএনপি অনেকগুলো লবিস্ট নিয়োগ করেছে। লবিস্ট নিয়োগ করা আইনবিরোধী নয়; কিন্তু দেখতে হবে কী কারণে লবিস্ট নিয়োগ করলো।’

তিনি বলেন, ‘যখন কেউ কাউকে অপহরণের জন্য একজন বিদেশিকে টাকা দেয়, তখন উদ্দেশ্যটা ঠিক থাকে না। কিংবা যখন দেশের ক্ষতির জন্য কাউকে পয়সা দেয়, সেটি কিন্তু যথেষ্ট অন্যায়। বিএনপির লবিস্ট নিয়োগের মূল উদ্দেশ্য ছিল দেশের ক্ষতি।’ দেশকে কোনও কারণে সাহায্য করবে না বা এ ধরনের বলে তিনি জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সুশাসন এবং দেশের ইতিবাচক ইমেজ তুলে ধরার জন্য লবিস্ট নিয়োগ করেছিল। আর যুদ্ধাপরাধীর শাস্তি যাতে না হয়, এ জন্য তারা লবিস্ট নিয়োগ করেছিল; তখন আওয়ামী লীগ ভুল ধারনাটি পরিবর্তনের জন্য একটি পাবলিক রিলেসন্স ফার্ম নিয়োগ করেছিল এবং এটি করেছিল সরকার।’

এগুলো অনেকদিন ধরে আছে। এগুলো নতুন নয়। এরশাদের সময় থেকে এগুলো প্রচলিত আছে বলে তিনি জানান।
তিনি বলেন, ‘দেশের ক্ষতি করার জন্য কাউকে নিয়োগ করা হলে দেশবাসী কখনোই তা মেনে নেবে না।’
বিএনপি অনেক দিন ধরে লবিস্ট নিয়োগ করেছে, কিন্তু এতদিন পরে কেন এটি সম্পর্কে বলা হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা তো কারও পেছনে লেগে থাকি না।’ এ ধরনের তথ্য প্রকাশের দায়িত্ব মিডিয়ারও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status