বিশ্বজমিন

বৃটেনে প্রধানমন্ত্রী কার্যালয়ে লকডাউন পার্টির তদন্ত করছে পুলিশ

মানবজমিন ডেস্ক

২০২২-০১-২৫

বৃটেনে কোভিড-১৯ মহামারির মধ্যে ডাউনিং স্ট্রিটে হওয়া পার্টিগুলো নিয়ে তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। কমিশনার ক্রেসিডা ডিক জানিয়েছেন, গত দুই বছরের মধ্যে ডাউনিং স্ট্রিট ও হোয়াইটহলে কোভিড বিধিনিষেধ ভাঙার অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। পাশাপাশি তদন্তে বেড়িয়ে আসা গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এ খবর দিয়েছে বিবিসি।

বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয়ে একের পর এক লকডাউন পার্টির খবর বেড়িয়ে আসছে। এ নিয়ে উত্তাল বৃটিশ রাজনীতি। নতুন করে জানা গেছে, ২০২০ সালের জুন মাসে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষেও পার্টির আয়োজন করা হয়েছিল। এ খবর প্রকাশের পরপরই এই তদন্তের ঘোষণা দেয় মেট্রোপলিটন পুলিশ। ডাউনিং স্ট্রিট এরইমধ্যে স্বীকার করেছে যে কর্মকর্তারা বরিস জনসনের জন্মদিনের পার্টি উদযাপন করেছে। এটি হয়েছে যখন বৃটেনে প্রথম কোভিড লকডাউন জারি ছিল।

এদিকে ডাউনিং স্ট্রিটের লকডাউন পার্টি নিয়ে পুলিশের তদন্তকে স্বাগত জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। একইসঙ্গে কেউই আইনের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেছেন তিনি। লেবার পার্টির এই মেয়র বলেন, জনগন আশা করছে পুলিশ কোনো ধরনের ভয় বা পক্ষপাতিত্ব ছাড়াই তাদের দায়িত্ব পালন করবে। এতে যেই দোষী হোক না কেনো তাকে চিহ্নিত করতে হবে। এরপরই তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। সরকারের জন্য এক আইন আর সকলের জন্য আরেক আইন চলতে পারে না।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status