× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

তামিমকে ফেরাতে চায় বিসিবিও

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৬ জানুয়ারি ২০২২, বুধবার

৯ই মার্চ ২০২০, দেশের হয়ে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনার এরপর থেকে ইনজুরি ও নানান অদৃশ্য কারণে এই ফরম্যাটে অনুপস্থিত। এ নিয়ে আলোচনা-সমালোচনারও শেষ নেই। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল থেকে স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নেন তামিম। সেই সময় গুঞ্জন ছিল এই ফরম্যাটের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে দ্বন্দ্বের কারণেই তিনি খেলছেন না। তবে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে তামিম মাঠে ফিরেছেন, তাও মাহমদুল্লাহর দল মিনিস্টার ঢাকার হয়ে। পরপর দুই ম্যাচে ফিফটিও হাঁকিয়েছেন। কিন্তু এমন সময় ফের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিস্ফোরক মন্তব্য।
তিনি জানান তামিম টি-টোয়েন্টিতে আর জাতীয় দলে ফিরতে চান না। পরদিনই বোর্ডের সঙ্গে আলোচনায় বসেন তিনি। গতকালও আরেক দফা আলোচনা হয় বোর্ড সভাপতির সঙ্গে। জানা গেছে তামিমকে ফেরাতে মরিয়া বিসিবি। এ বিষয়ে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘গতকালও তামিমের সঙ্গে লম্বা মিটিং হয়েছে। একটু আগে তামিমের সঙ্গে মাননীয় সভাপতি, আমিও ছিলাম; আমাদের সঙ্গে একটা মিটিং হয়েছে তামিমকে নিয়ে, তার প্ল্যান নিয়ে। প্ল্যানটা আমি বলতে পারছি না। পরে আপনারা তামিমের মুখে শুনতে পারবেন।’
জালাল ইউনুস আরো বলেন, ‘অবশ্যই আমরা চাই তামিম কন্টিনিউ করুক। এটা আমি আগেও বলেছি। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এখনো তারা আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। আমরা সেই অ্যাঙ্গেলে তামিমের সঙ্গে কথা বলেছি।’ শেষ সিদ্ধান্ত তামিমই নেবে বলে জানালেন অপারেন্স কমিটির চেয়ারম্যান। তিনি বলেন, ‘তামিমের নিজস্ব একটা প্ল্যান আছে, ও সেভাবেই এগুতে চাইছে। কাজেই এ বিষয়ে আমরা এখনই কিছু বলতে পারছি না।’  দেশের হয়ে তামিম ইকবাল এখন পর্যন্ত খেলেছেন ৭৮ ম্যাচ। করেছেন ১৭৫৮ রান। ৭টি সেঞ্চুরি সঙ্গে আছেন একটি ফিফটিও।
ওমান ও দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ভরাডুবির পর সিনিয়র ক্রিকেটারদের ওপরই ভরসা রাখতে চাইছে বিসিবি। কারণ এ বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে তরুণদের নিয়ে দল গড়ে আবারো বড় ব্যর্থতা দেখতে চায় না দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।
গিবসনের বিকল্প চামিন্দা ভাস নাকি অন্য কেউ!
জাতীয় দলের বোলিং কোচ ওটিস গিবসন দুই বছরের চুক্তি শেষে বিদায় নিয়েছেন। তারই বিকল্প খুঁজতে এরই মধ্যে মাঠে নেমেছে বিসিবি। এর মধ্যে শ্রীলঙ্কান পেস বোলার চামিন্ডা ভাসের নাম জোর আলোচনায়। জানা গেছে লঙ্কান এই পেসারের সঙ্গেই শেষ পর্যন্ত বিসিবি চুক্তি করতে যাচ্ছে। তবে এ নিয়ে জালাল ইউনুস মুখ খুলতে রাজি নয়। তিনি বলেন, ‘বোলিং কোচ খোঁজা হচ্ছে। আমাদের সংক্ষিপ্ত তালিকায় ৩-৪টা নাম আছে। এখনো চূড়ান্ত হয়নি। আশা করি আফগানিস্তান সিরিজের আগে চূড়ান্ত হয়ে যাবে। যে সবচেয়ে ভালো হবে তাকেই আনার চেষ্টা করছি। (শন টেইট, চামিন্দা ভাস) মিডিয়াতে আমি শুনেছি। টেইট তো আগেই বলেছে সে আগ্রহী। ভাসও আমাদের সংক্ষিপ্ত তালিকায় আছে।’
জালাল ইউনুস আরো বলেন, ‘কোনো কোচকেই আমরা দুই বছরের কম সময় দেইনি। দুই বছর অবশ্যই লম্বা সময়। ওটিস গিবসনও দুই বছরের চুক্তিতে ছিল। যাকেই দেব দুই বছরের চুক্তিতে দায়িত্ব দেব।’ বেশিরভাগ কোচ এখন আইপিএলে বা অন্য লীগে কাজ করে। আমরা আলাপ-আলোচনা করছি- বছরে কতদিন কাজ করবে সেই চুক্তিতে যাবো নাকি ফুল টাইম। কেউ ফুল টাইম কাজ করতে পারলে অবশ্যই ফুল টাইমের জন্য নিয়োগ দেবো।’

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর