× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

অপুর পর সাকিবেরও ‘পুষ্পা’ উদ্‌যাপন

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৬ জানুয়ারি ২০২২, বুধবার

নাজমুল অপু, উইকেট নিয়েই শুরু করতেন উদ্দাম নাগিন নাচ। বিপিএল ছাড়িয়ে তার এই উদযাপনের ধরন ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক ক্রিকেটেও। এই স্পিনারকে ‘নাগিন’ বলেই ডাকা শুরু করে ভক্তরা। তবে এবার বদলে গেলেন তিনি। জাতীয় দল থেকে বাদ পড়া এই ক্রিকেটার দারুণ খেলছেন বিপিএলের ৮ম আসরে। শক্তিশালী মিনিস্টার ঢাকার বিপক্ষে সিলেটের হয়ে একাই নিয়েছেন ৪ উইকেট। এবার উদযাপনের ধরন ভিন্ন। তিনি মজেছেন তামিম হিট ছবি ‘পুষ্পা’র নায়ক আল্লু অর্জুনের করা নতুন এক ভঙ্গিতে।
বিপিএলে তিনি তার প্রথম ম্যাচে উইকেট নেয়ার পরেই শুরু করেন নতুন এই উদযাপন ভঙ্গি। গতকাল কুমিল্লার বিপক্ষে ফরচুন বরিশালের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও একই ভঙ্গিতে উদযাপন করতে দেখা যায়। অবশ্য বিপিএলে অপু, সাকিবের আগে এই নতুন উদযাপনে মেতেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারও। তবে অপু তার এমন উদযাপনের একটি ব্যাখ্যাও দিয়েছেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে। তিনি বলেন, ‘পুষ্পা মুভিটা দেখেছি। তো সেখানে ও (আল্লু) সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। আলহামদুলিল্লাহ আমিও সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আসলে ক্রিকেট খেলাটাই এমন, এখানে সবসময় চ্যালেঞ্জ নিতে হয়। তাই নাগিনের সঙ্গে এটা যুক্ত করে দিয়েছি।’ ‘শ্রীভালি’ গানে একইভাবে নেচেছেন তেলেগু সুপার স্টার আল্লু অর্জুন। যা দারুণ জনপ্রিয় হয়ে ছড়িয়ে পড়েছে সবখানে। পুষ্পা মুভির নায়ক আল্লু অজুর্ন তার দাড়িতে হাত বুলিয়ে গাল ছুঁয়ে কানের পাশ থেকে হাত নিয়ে যায়। এখন তার এই ভঙ্গি ক্রিকেট মাঠে দারুণ জনপ্রিয়।  যা বাংলাদেশের মাঠে পরিচয় করিয়ে দেন অপু। দুই ম্যাচে ৭ উইকেট নিয়ে এখন পর্যন্ত
সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার শীর্ষে আছেন এই স্পিনার। তবে উইকেট প্রাপ্তির চেয়ে তার উদযাপন নিয়েই বেশি আলোচনা। সেই উইকেট নিতে পেরেও উচ্ছ্বসিত তিনি। অপু বলেন, ‘অনুভূতি তো খুব ভালো। এবারের এনসিএলেও আমি সর্বোচ্চ উইকেটশিকারি ছিলাম। সেখান থেকেই ভালো কনফিডেন্স ছিল। আল্লাহ্‌?র রহমতে অনুশীলনগুলো কাজে লেগেছে। আমি চেষ্টা করেছি উইকেট টু উইকেট বল করতে। কারণ উইকেটে সাহায্য ছিল।উইকেটে কিছু হেল্প আছে। উইকেটে হিট করলে বল কিছু না কিছু করছে, হয়তো থামছে বা লাফ দিচ্ছে। তো এ জিনিসটা উইকেট থেকে হেল্প পেয়েছি।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর