অনলাইন

কোকো’র মৃত্যুবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের দোয়া ও শীত বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার

২০২২-০১-২৬

বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল ও  দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আইয়ুব আলীর আয়োজনে এ দোয়া ও শীত বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এ সিদ্দিক সাজু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম), বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো।

দোয়া ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ সভাপতি ১০ নং ওয়ার্ডের সাবেক কমিশনার জনাব মাসুদ খান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুল  ইসলাম সাইদুল, দারুসসালাম থানা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মৃধা, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী জহিরুল ইসলাম সবুজ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক হিমেল, সদস্য মোর্শেদ হাবিব জুয়েল, সদস্য জি এম এ মান্নান স্বপন, দারুসসালাম থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মিরপুর থানা যুবদলের ১ম যুগ্ম সম্পাদক আনোয়ার সাদাত খান রনি, সাংগঠনিক সম্পাদক শাহজালাল সম্রাট, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইকবাল মাহমুদ রিপন, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস,এম, রুস্তম আলী,  যুগ্ম আহ্বায়ক কে এম ইয়াহিয়া সামী, সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি রুবায়েত হোসেন দিপু, প্রদীপ কুমার হাওলাদার, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, তরিকুল ইসলাম সন্টু জয়, ১১নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, ১২নং ওয়ার্ড বিএনপি নেতা শাহরিয়ার শিপু, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের মোঃ রুবেল হোসেন, দারুসসালাম থানা ছাত্রদলের রুমন আহম্মেদ  সহ প্রমুখ নেতৃবৃন্দ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status