বিনোদন
শামীম-ভাবনার ‘ঘরোয়া সার্কাস’
স্টাফ রিপোর্টার
২০২২-০১-২৭
নতুন একটি নাটক নিয়ে হাজির হচ্ছেন চলতি সময়ের ব্যস্ত অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নাটকের নাম ‘ঘরোয়া সার্কাস। এটি পরিচালনা করেছেন আরাফাত সেতু। শামীম বলেন, নাটকের নাম যেমন অন্য রকম তেমনি এর গল্পও বেশ মজার। কাজ করে ভালো লেগেছে। আশা করছি ভালো লাগবে সবার। নাটক প্রসঙ্গে ভাবনা বলেন, বেশ মজা করে নাটকটির শুটিং শেষ করেছি। এর গল্পও আলাদা। কাজ করে ভালো লেগেছে। আশা করছি যারাই নাটকটি দেখবেন ভালো লাগবে।