খেলা

পাওয়েল ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের লিড

স্পোর্টস ডেস্ক

২০২২-০১-২৭

বিধ্বংসী ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকালেন রভম্যান পাওয়েল, নিকোলাস পুরানের ব্যাট থেকে আসলো ফিফটি। এরপর বল হাতে দাপট দেখালেন রোমারিও শেফার্ড-কাইরান পোলার্ডরা। ব্যাটে-বলে আধিপত্য বিস্তার করে ইংল্যান্ডকে ২০ রানে হারিয়ে দিলো ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ টি-টোয়েন্টির তৃতীয়টি জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো ক্যারিবিয়ানরা।

ব্রিজটাউনে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২২৪ রান জড়ো করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৯ উইকেট হারিয়ে ২০৪ রানেই থামে ইংলিশদের ইনিংস।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা যুতসই হয়নি ওয়েস্ট ইন্ডিজের। মাত্র ১১ রানেই প্রথম উইকেট হারায় তারা। ব্যক্তিগত ১০ রানে ব্র্যান্ডন কিং ফেরেন সাজঘরে। এরপর শাই হোপকে নিয়ে ৩৬ রান জড়ো করেন পুরান। চতুর্থ উইকেটে নেমে পুরানের সঙ্গে ১২২ রানের জুটি গড়েন পাওয়েল। মারকুটে ইনিংসে ৪৩ বলে ৭০ রানে পুরান আউট হলে ভাঙে জুটিটি। ওদিকে ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকানো পাওয়েল ৫৩ বলে ১০৭ রান করে আউট হন। ১০ ছক্কা ও ৪ চারে ইনিংসটি সাজান পাওয়েল।

ইংল্যান্ডের রিস টপলে, জর্জ গার্টন, টাইমাল মিলস, লিয়াম লিভিংস্টোন এবং আদিল রশিদ একটি করে উইকেট নেন।
বড় লক্ষ্যে দেখে শুনে শুরু করেন দুই ইংলিশ ওপেনার জেসন রয় টম ব্যান্টন। রয় ১৯ রানে ফিরলেও লড়াই করেছেন ব্যান্টন। উইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ডের বলে আউট হওয়ার আগে ৩৯ বলে ৭৩ রানের ইংনিস খেলেন। মাঝে ঝড় তুলেন ইংলিশ ব্যাটার ফিল সল্টও। ২৪ বল মোকাবেলায় ৫৭ রানের ইংনিস খেলে ফেরেন তিনি। এরপর আর কেউই সুবিধা করতে পারেনি।

উইন্ডিজদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট তুলেছেন রোমারিও শেফার্ড। ঝড়ো সেঞ্চুরির পর ফিল্ডিংয়ে দুর্দান্ত দুটি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হয়েছেন রভম্যান পাওয়েল।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৯ উইকেটের জয়ে লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ। ১ রানের রোমাঞ্চকর জয়ে দ্বিতীয় ম্যাচে সমতায় ফেরে ইংল্যান্ড। আবারো এগিয়ে গেলো উইন্ডিজরা।
সিরিজ জয়ের লক্ষে আগামী ৩০ জানুয়ারি ব্রিজটাউনে মাঠে নামবে উইন্ডিজ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status