কলকাতা কথকতা
কলকাতা কথকতা
সন্ধ্যা মুখোপাধ্যায় সংকটজনক, এসএসকেএম থেকে অ্যাপোলো হাসপাতালে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
২০২২-০১-২৭
পদ্মশ্রী খেতাব প্রত্যাখ্যান করার দু’দিন পরে করোনা আক্রান্ত বিশিষ্ট সঙ্গীৎশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় সংকটজনক। রাতে অ্যাপোলো হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনার পর ৯০ বছর বয়স্ক সন্ধ্যা মুখোপাধ্যায়ের হৃদযন্ত্রের অবস্থা অত্যন্ত খারাপ। বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায়কে দেখতে এসএসকেএম হাসপাতালে যান। গায়িকার শরীরের অবস্থা দেখে সঙ্গে সঙ্গে তিনি সন্ধ্যা মুখোপাধ্যায়কে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করার ব্যবস্থার নির্দেশ দেন। এরপর গ্রিন করিডর গড়ে সন্ধ্যা মুখোপাধ্যায়কে অ্যাপোলোতে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়। সেখানে রাতে তাঁর অবস্থার গুরুতর অবনতি হয়।