খেলা

রেকর্ড ২১ গ্র্যান্ড স্লামের আরো কাছে নাদাল

স্পোর্টস ডেস্ক

২০২২-০১-২৮

উন্মুক্ত যুগে পুরুষ এককে সর্বাধিক গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনজন- রজার ফেদেরার, নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল। প্রত্যেকেরই সমান ২০টি করে শিরোপা রয়েছে। তবে রাফায়েল নাদালের সামনে এখন বাকি দু’জনকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ। আর মাত্র একটি জয় হলেই রেকর্ডটি গড়ে ফেলবেন এই স্প্যানিয়ার্ড।

মাত্তেও বেরত্তিনিকে হারিয়ে আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন নাদাল। রড লেভার এরেনায় নাদালের জয়টা ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩ গেমের। ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন তিনি। তবে শিরোপা জিততে পেরেছেন কেবল একবারই। ২০০৯ সালে রজার ফেদেরারকে হারিয়ে এই টুর্নামেন্টে প্রথম সাফল্যের দেখা পান নাদাল। এরপর ২০১২তে নোভাক জকোভিচ, ২০১৪তে স্তান ভাভারিঙ্কা, ২০১৭তে ফেদেরার এবং সবশেষ ২০১৯-এ হারেন জকোভিচের কাছে।

স্বপ্ন পূরণের ম্যাচে নাদালকে লড়তে হবে স্তেফানোস সিটসিপাস অথবা দানিল মেদভেদের সঙ্গে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status