বাংলারজমিন

মানবজমিন’র বরগুনা প্রতিনিধির পিতার ইন্তেকাল

তালতলী (বরগুনা) সংবাদদাতা

২০২২-০১-২৯

বরগুনা সাংবাদিক ইউনিয়নের তথ্য, গবেষণা ও জনকল্যাণ সম্পাদক, দৈনিক  মানবজমিন-এর বরগুনা জেলা প্রতিনিধি, সারওয়ারজান মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানের পিতা মো. মোস্তফা কামাল খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহির রাজিউন)। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বরগুনা সদর হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকাল ৫টার সময় বামনা সরকারি হাইস্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে কলাগাছিয়া গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি-সম্পাদক, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি-সম্পাদকসহ বরগুনা-১ আসনের এমপি শওকত হাচানুর রহমান রিমন শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমেবেদনা জ্ঞাপন করেছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status