× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

বাছাই না খেলেই এশিয়ান গেমস হকি!

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৯ জানুয়ারি ২০২২, শনিবার

ইন্দোনেশিয়ার জাকার্তায় ২০১৮ সালে অনুষ্ঠিত এশিয়ান গেমসে খেলেছিল বাংলাদেশ। অবশ্য তার আগে মাসকাটে খেলতে হয়েছিল বাছাই পর্ব। এবার কি বাছাই পর্ব হবে? না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ করোনার কারণে অনেক খেলাই হয়নি। তাছাড়া হ্যাংঝু এশিয়ান গেমসের জন্য ইতোমধ্যে সরাসরি খেলোয়াড়দের নাম নিবন্ধন চেয়েছে কর্তৃপক্ষ। যার আলোকে খেলোয়াড়দের নাম দিতে বলেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও (বিওএ)। তাছাড়া এশিয়ার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১১তম স্থানে। এশিয়াডে দুই গ্রুপে খেলে থাকে ১২টি দল।
সেক্ষেত্রে ধরেই নেওয়া যায় র‌্যাঙ্কিং অনুযায়ী সরাসরি এশিয়াডে খেলছেন রাসেল মাহমুদ জিমিরা। এমন সমীকরনেই এশিয়ান গেমসে সরাসরি বাংলাদেশের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, ‘আমরা র‌্যাঙ্কিংয়ে ১২ দলের মধ্যেই রয়েছি। তাছাড়া বাছাই পর্ব হওয়ার সম্ভাবনাও নেই। বিওএ আমাদের কাছে খেলোয়াড়দের নামের তালিকা চেয়েছে গেমসে পাঠানোর জন্য।’ তিনি যোগ করেন, ‘খেলোয়াড় নির্বাচনের জন্য আমরা ৩ ফেব্রুয়ারি খেলোয়াড় নির্বাচক কমিটি ও কার্যনির্বাহী কমিটির সভা রয়েছে। ১০ ফেব্রুয়ারির মধ্যে নাম জমা দিতে হবে। এবারের এশিয়াডে ১৮ সদস্যের দল হ্যাংঝুতে যাবে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর