অনলাইন
মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
২০২২-০১-২৯
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা গামী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। আজ বেলা ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। শিবালয় থানার ওসি ফিরোজ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান,আজ বেলা ১২টার দিকে ঢাকাগামী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় অটোরিকশার আরেক যাত্রীকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হয়েছে। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
ওসি জানান,আজ বেলা ১২টার দিকে ঢাকাগামী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় অটোরিকশার আরেক যাত্রীকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হয়েছে। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।