× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বিভাগীয় কর্মী সম্মেলন /সিলেটের ১৯টি আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৫ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ আবদুুল মুমিন বলেছেন- দেশে এখন আইনের শাসন নেই। সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। শনিবার সিলেট সরকারি আলিয়া মাদ্‌রাসা ময়দানে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট বিভাগের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির আহবায়ক মাওলানা শায়খ জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ও সুনামগঞ্জ জেলার সভাপতি প্রিন্সিপাল মাওলানা আবদুুল বসীর। সিলেট জেলার সহ সম্পাদক মাওলাা আব্দুল মালিক কাসেমি, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সুনামগঞ্জ জেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, হবিগঞ্জ জেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা তাফহিমুল হক’র যৌথ পরিচালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। দলের মহাসচিব জাতির এই দুর্দিনে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচন হবে জাতীয় মুক্তির সোপান।
নির্বাচনে সিলেটের ১৯টি আসনে জমিয়তের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন তিনি। জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী বলেন, সম্প্রতি পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের যে হিড়িক পড়েছে তা জাতির জন্য খুবই লজ্জাজনক। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা জহিরুল হক ভূঁইয়া, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল হাবিব, সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক, যুগ্ম মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মুহাম্মদ উল্লাহ জামি, মাওলানা ফজজুল করিম কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা আতাউর রহমান, সাহিত্য সম্পাদক মাওলানা ফয়যুল হাসান খাদিমানী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ, সমাজসেবা সম্পাদক আলহাজ্ব আতিকুজ্জামান, সহকারী সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, ইউরোপ জমিয়তের সহ-সভাপতি মাওলানা আবদুল হাফিজ প্রমুখ।
মাওলানা আবদুল আজিজ সিদ্দিকী, ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুন্তাকিম, ইউকে জমিয়তের সাধারণ সম্পাদক মামনুন মুহিউদ্দীন, ইউকে জমিয়ত নেতা মাওলানা নূরে আলম হামিদী, মাওলানা আবুল হাসান, মাওলানা মুদ্দাসির, মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ, মাওলানা আবদুর রব, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শিব্বীর আহমদ সন্দ্বিপী, হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন মনির, যুব জমিয়তের সাবেক সভাপতি মাওলানা জিয়াউল হক কাসেমী, কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা আবদুল গফফার ছয়ঘরী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি জাকির হোসাইন, মুফতি মনির হোসাইন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর