খেলা

চট্টগ্রাম আবাহনীর হোম ভেন্যু ঢাকায়!

স্পোর্টস রিপোর্টার

২০১৮-১১-২০

দু’দিন আগে প্রিমিয়ার লীগের ভেন্যুর তালিকায় যোগ হয় সিলেট জেলা স্টেডিয়াম। বঙ্গবন্ধু গোল্ডকাপে উপচে পড়া দর্শক থেকে স্টেডিয়ামটিকে হোম ভেন্যু হিসেবে চূড়ান্ত করে শেখ রাসেল ক্রীড়া চক্র। এতে প্রিমিয়ার লীগে ভেন্যু দাঁড়ায় আটটিতে। সবকিছু ঠিকঠাক ছিল। ৩০ নভেম্বর সম্ভ্যাব্য তারিখ ধরে ফিকচারও চূড়ান্ত হয়েছিল। হঠাৎ করেই পিছিয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল (বিপিএল)। ৩০শে নভেম্বরের পরিবর্তে এখন লীগ শুরু হবে জাতীয় নির্বাচনের পর অর্থাৎ ২০১৯ সালে। জানুয়ারিতে লীগ শুরুর দিনক্ষণ এবং ভেন্যু চূড়ান্ত করতে ৭ ডিসেম্বর সভায় বসবে বাফুফের লীগ কমিটি। সেখানে বাদ যেতে পারে চট্টগ্রাম আবাহনীর হোম ভেন্যু এমএ আজিজ স্টেডিয়াম।  চট্টগ্রামের ফুটবলের প্রধান ভেন্যু হলেও তারা স্থানীয় জায়ান্টরা সেখানে প্রিমিয়ার লীগ খেলতে পারছে না ক্রিকেটের কারণে। কারণ এখানে রোববার শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষ হয়েছে গতকাল। ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে দুই দেশের প্রথম টেস্ট। যদিও টেস্ট এমএ আজিজ স্টেডিয়ামে নয়, হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। কিন্তু মাঠে ক্রিকেটের পিচ থেকে যাওয়ায় এবং স্থানীয় ফুটবল লীগের সিডিউল থাকায় এ স্টেডিয়ামে না খেলার সিদ্ধান্ত চট্টগ্রাম আবাহনীর। বঙ্গবন্ধু স্টেডিয়ামকে আগেই হোম ভেন্যু হিসেবে দেয়া হয়েছে আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ও রহমতগঞ্জকে। প্রিমিয়ার লীগের গতবারের তৃতীয় হওয়া দলটির দেয়া চিঠি নিয়ে রোববার আলোচনা হয়েছে প্রফেশনাল লীগ কমিটির সভায়। চট্টলার আকাশি-হলুদরা ভেন্যু হিসেবে চেয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এ সভায় ভেন্যুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, হবে পরের সভায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আভাস দিয়েছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামই হবে চট্টগ্রাম আবাহনীর ভেন্যু। ভেন্যু তালিকা থেকে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম বাদ পড়ায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশপাশি খেলা হবে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া, নীলফামারীর শেখ কামাল, ফরিদপুরের শেখ জামাল, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি. নোয়াখালীর শহীদ ভুলু ও সিলেট জেলা স্টেডিয়ামে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status