× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার , ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগ /নিবন্ধনধারী ৩৫ ঊর্ধ্ব ২০ জনের ভাগ্য খুললো

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
৪ জানুয়ারি ২০১৯, শুক্রবার

বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শূন্যপদে নিবন্ধনধারী ৩৫ ঊর্ধ্ব ২০ জনের পথ খুলেছে। মো. আবদুর রউফ আকন্দসহ ২০ জন নিবন্ধনধারীর আবেদন গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শর্ত জুড়ে দেয়ায় তারা আবেদন করতে পারছিলেন না।
একটি আবেদনের শুনানি শেষে গত বুধবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন। সরকারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব, এনটিআরসিএ’র চেয়ারম্যান ও দুই সদস্যকে এ নির্দেশনা প্রতিপালন করতে বলা হয়েছে আদালতের আদেশে। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী জহুরুল ইসলাম মুকুল ও আইনজীবী মো. খায়রুল আলম।
গত ১৮ই ডিসেম্বর বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে বলা হয় গত ১২ই জুন যাদের বয়স ৩৫ অথবা তার কম এবং জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০১৮-এর অনুযায়ী অন্যান্য শর্ত পূরণ করবে শুধু তারাই শূন্যপদে আবেদন করতে পারবেন। এ নীতিমালার ১১-এর ৬ ধারায় ৩৫ বছর বয়সের শর্তের বিষয়টি রয়েছে।
এ শর্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হলে গত ১৮ ডিসেম্বর হাইকোর্টের একই বেঞ্চ ১১-এর ৬ ধারার শর্ত কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে বিবাদীদের প্রতি রুল জারি করেন। পরে রিট আবেদনকারী মো. আবদুর রউফ আকন্দ, শাহীন সরকার, রুমেন কুমার সরকার, মো. শরীফুল ইসলাম ও শাহানা আক্তার ১১-এর ৬ ধারার কার্যকারিতা স্থগিত চেয়ে আবেদন অথবা তাদের আবেদন গ্রহণের নির্দেশনা চেয়ে আবেদন করলে গতকাল হাইকোর্ট এ নির্দেশ দেন। ফলে রিট আবেদনকারী ২০ জন শূন্য পদে আবেদন করতে পারবেন। যদিও গত বুধবারই আবেদনের সময়সীমা শেষ হয়ে গেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর