দেশ বিদেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগ

নিবন্ধনধারী ৩৫ ঊর্ধ্ব ২০ জনের ভাগ্য খুললো

স্টাফ রিপোর্টার

২০১৯-০১-০৪

বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শূন্যপদে নিবন্ধনধারী ৩৫ ঊর্ধ্ব ২০ জনের পথ খুলেছে। মো. আবদুর রউফ আকন্দসহ ২০ জন নিবন্ধনধারীর আবেদন গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শর্ত জুড়ে দেয়ায় তারা আবেদন করতে পারছিলেন না।
একটি আবেদনের শুনানি শেষে গত বুধবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন। সরকারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব, এনটিআরসিএ’র চেয়ারম্যান ও দুই সদস্যকে এ নির্দেশনা প্রতিপালন করতে বলা হয়েছে আদালতের আদেশে। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী জহুরুল ইসলাম মুকুল ও আইনজীবী মো. খায়রুল আলম।
গত ১৮ই ডিসেম্বর বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে বলা হয় গত ১২ই জুন যাদের বয়স ৩৫ অথবা তার কম এবং জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০১৮-এর অনুযায়ী অন্যান্য শর্ত পূরণ করবে শুধু তারাই শূন্যপদে আবেদন করতে পারবেন। এ নীতিমালার ১১-এর ৬ ধারায় ৩৫ বছর বয়সের শর্তের বিষয়টি রয়েছে। এ শর্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হলে গত ১৮ ডিসেম্বর হাইকোর্টের একই বেঞ্চ ১১-এর ৬ ধারার শর্ত কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে বিবাদীদের প্রতি রুল জারি করেন। পরে রিট আবেদনকারী মো. আবদুর রউফ আকন্দ, শাহীন সরকার, রুমেন কুমার সরকার, মো. শরীফুল ইসলাম ও শাহানা আক্তার ১১-এর ৬ ধারার কার্যকারিতা স্থগিত চেয়ে আবেদন অথবা তাদের আবেদন গ্রহণের নির্দেশনা চেয়ে আবেদন করলে গতকাল হাইকোর্ট এ নির্দেশ দেন। ফলে রিট আবেদনকারী ২০ জন শূন্য পদে আবেদন করতে পারবেন। যদিও গত বুধবারই আবেদনের সময়সীমা শেষ হয়ে গেছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status