বিনোদন
ফাহমিদার সুরে পান্থ কানাই
স্টাফ রিপোর্টার
২০১৯-০২-২০
ফাহমিদা নবীর সুরে এবার একটি গানে কণ্ঠ দিলেন পান্থ কানাই। ‘পরীবিবির মাজার দেখো, ঢাকেশ্বরীর ভোজন শোনো’-এমন কথার গানটিতে তিনি কণ্ঠ দিয়েছেন সম্প্রতি। এর সংগীতায়োজন করেছেন বর্ণ চক্রবর্তী। ১৫টি দেশের গান নিয়ে ‘জীবনের জয়গান’ নামের একটি অ্যালবাম নিজের সুরে করছেন ফাহমিদা। তারই ধারাবাহিকতায় এ গানটিতে কণ্ঠ দিলেন পান্থ কানাই। তিনি বলেন, এটি দেশের গানের অ্যালবাম। ফাহমিদা আপা বেশ কয়েকটি গানের সুর করছে। আমিও একটি গাওয়ার সুযোগ পেয়েছি। গানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং বাংলাদেশে যে অনেক কিছু আছে তাই জানানো হয়েছে।