বাংলারজমিন
পাকুন্দিয়া মহিলা কলেজে বিদায় সংবর্ধনা
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২০১৯-০৩-৩১
পাকুন্দিয়া আদর্শ মহিলা অনার্স কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সকালে কলেজ মিলনায়তন সভাকক্ষে দ্বাদশ শ্রেণি (সাধারণ ও বিএম শাখা), স্নাতক চতুর্থ বর্ষের সমাজকর্ম ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। এতে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি সাবেক অধ্যক্ষ মো. জসিম উদ্দিন। কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান গীতা রানী সাহার সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পাকুন্দিয়া আদর্শ মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, প্রেস ক্লাব সভাপতি এমএ রশীদ ভূইয়া, কলেজ গভর্নিং বডির সদস্য মোবারক হোসেন রতন, মাওলানা শামসুল আলম, সাবেক ভিপি মো. মোমতাজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বই ও ক্রেস্ট তুলে দেয়া হয়।