ঢাকা, ২ জুলাই ২০২২, শনিবার , ১৮ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ, ২ জিলহজ্জ ১৪৪৩ হিঃ
মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু
অনলাইন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
(৩ বছর আগে) মে ২, ২০১৯, বৃহস্পতিবার, ১১:৪০ পূর্বাহ্ন
হবিগঞ্জের ঢাকা-সিলেট রেলপথের মাধবপুর উপজেলার শাহপুর-তেলিয়াপাড়া স্টেশনের মাঝামাঝি স্থানে ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাতনামা তরুণীর(২০)এর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৫টায় ঢাকা-সিলেট রেলপথের তেলিয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এম সাজিদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখি জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি শাহপুর ও তেলিয়াপাড়া স্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছুলে ওই অজ্ঞাতনামা তরুণী টেনের নীচে কাটা পড়ে মারা যায়। পরে স্থানীয় লোকজন রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এখন পর্যন্ত নিহত তরুণীর নাম পরিচয় জানা যায়নি।