× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ভারতকে হারাতে পারবে উইন্ডিজ?

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস রিপোর্টার
২৭ জুন ২০১৯, বৃহস্পতিবার

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে গত ম্যাচটা জিততে জিততে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে আজ তাদের প্রতিপক্ষ ভারত। টুর্নামেন্টে এখনো অজেয় যারা। উইন্ডিজ কি পারবে ভারতকে পরাজয়ের স্বাদ দিতে? ওল্ড ট্র্যাফোর্ডে এর আগে ১৯৮৩ বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচে ভারত জিতেছিল ৩৪ রানে। ৩ উইকেট নিয়েছিলেন রবি শাস্ত্রী। যিনি এখন কোহলিদের প্রধান কোচ।
৫ ম্যাচের ৪টিতে জিতে (একটি বৃষ্টিতে পরিত্যক্ত) ৯ পয়েন্ট অর্জন করেছে বিরাট কোহলির ভারত। অন্যদিকে ৭ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে উইন্ডিজ।
সেমিফাইনালের দৌড়ে ছিটকে যাওয়া ক্যারিবীয়রা শেষ দুটি ম্যাচ জিতে সম্মান নিয়ে দেশে ফিরতে চায়। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে উইন্ডিজ। ৭ ম্যাচে ৩ পয়েন্ট থাকায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে প্রোটিয়ারাও। তবে ভারতের বিপক্ষে ক্যারিবীয়দের বিশ্বকাপ রেকর্ড ভালো নয়। সর্বশেষ জিতেছিল ১৯৯২ সালে। এরপর ১৯৯৬, ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে ভারতের কাছে হারে ক্লাইভ লয়েডের উত্তরসূরিরা।
ওয়ানডেতে মুখোমুখি পরিসংখ্যানে ভারতের চেয়ে খানিকটা এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ৫৯ জয়ের বিপরীতে ৬২টিতে জিতেছে তারা। তবে গত ৫ বছরের পরিসংখ্যানে অনেক পিছিয়ে উইন্ডিজ। ২০১৫ বিশ্বকাপের পর ১০ ওয়ানডেতে ভারত জিতেছে ৬টি, ক্যারিবীয়দের জয় মাত্র ২টিতে। একটি করে ম্যাচ পরিত্যক্ত ও টাই হয়েছে। গত বছরের অক্টোরব-নভেম্বর সর্বশেষ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল এ দু’দল। নিজেদের মাটিতে ভারত ও ম্যাচটি জিতেছিল ৩-১ ব্যবধানে।
চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারেননি ডানহাতি পেসার ভুবনেশ্বর কুমার। তার বদলে দলে এসে হ্যাটট্রিক করেন মোহাম্মদ শামি। গতকাল নেটে বোলিং অনুশীলন করেছেন ভুবনেশ্বর। তবে আজ খেলবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। আর আবাহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ম্যানচেস্টারে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
বিশ্বকাপে আগের ৮ ম্যাচের ফল
১৯৭৯
গ্রুপ পর্ব:  উইন্ডিজ ৯ উইকেটে জয়ী
১৯৮৩
গ্রুপ পর্ব: ভারত ৩৪ রানে জয়ী।
গ্রুপ পর্ব: উইন্ডিজ ৬৬ রানে জয়ী।
ফাইনাল: ভারত ৪৩ রানে জয়ী।
১৯৯২
রাউন্ড রবিন লীগ: উইন্ডিজ ৫ উইকেট জয়ী।
১৯৯৬
গ্রুপ পর্ব: ভারত ৫ উইকেট জয়ী।
২০১১
গ্রুপ পর্ব: ভারত ৮০ রানে জয়ী।
২০১৫
গ্রুপ পর্ব: ভারত ৪ উইকেটে জয়ী।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর