× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলাদেশ-ভারত ম্যাচেও সেই আলিম দার

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৯, বৃহস্পতিবার

আবারো কি পাকিস্তানি আম্পায়ার আলিম দারের শিকার হবে বাংলাদেশ ক্রিকেট দল? বিশ্বকাপে ভারতের বিপক্ষে টাইগারদের অতীব গুরুত্বপূর্ণ ম্যাচেও আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে আরিম দারকে। আগামী ২রা জুলাই এজবাস্টনে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।  আইসিসির ইভেন্টে বাংলাদেশের ম্যাচ মানেই পাকিস্তানি এই আম্পায়ার এবং প্রতিবারই বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে বাংলাদেশের বিপক্ষে পরোক্ষভাবে অবস্থান নিচ্ছেন তিনি।
সোমবার সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেন আলিম দার। ওই ম্যাচে আফগান স্পিনার মুজিব-উর রহমানের বলে লিটন দাসের একটি ক্যাচ নিয়ে দারুণ বিতর্কের জন্ম দিয়েছেন আলিম দার। লিটনের ক্যাচটি ধরেন হাশমতুল্লাহ শহিদি। টিভি রিপ্লেতে বার বার দেখা যাচ্ছিল, বলটা মাটি থেকে কুড়িয়ে তুলেছেন শহিদি। কিন্তু টিভি আম্পায়ার সেটাকে আউট বলে ঘোষণা দেন। সৌম্য সরকারের এলবিডাব্লিউ আউট নিয়েও বিতর্কের অবকাশ রয়েছে। যদিও এখানে আলিম দার নন, ইংলিশ আম্পায়ার রিচার্ড ক্যাটলবরো এবং মিকায়েল গফ দায়ী।
মুজিব উর রহমানের উপযুপুরি আবেদনের মুখে অনেকক্ষণ বিরতি নিয়ে আঙুল তোলেন আম্পায়ার। সৌম্য রিভিউ নিলে, দেখা যায় বলটা লেগ স্ট্যাম্পে হয়তো আলতো ছোঁয়া দিয়ে চলে যেতো বাইরে। এমন পরিস্থিতিতে সাধারণত আম্পায়াররা আউট দেন না। কিন্তু সৌম্যর ক্ষেত্রে দিয়েছিলেন। রিভিউতে তাই মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখলেন আলিম দার। সেই আলিমদার আবারও বাংলাদেশের ম্যাচে। ২রা জুলাই বার্মিংহামের এজবাস্টনে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। আসরে নিজেদের সেমির সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। ভারত-বাংলাদেশ ম্যাচেও আলিম দার মাঠের মূল আম্পায়ারের দায়িত্ব পালন করবেন না। তিনি থাকবেন টিভির সামনে। মাঠের দুই আম্পায়ার থাকবেন শ্রীলঙ্কার পালিয়াগুরুগে এবং দক্ষিণ আফ্রিকার মরিস ইরাসমাস। রাউন্ড রবিন লীগে বাংলাদেশের শেষ ম্যাচেই কেবল আলিম দার নেই কোনো দায়িত্বে। সেদিন (৫ জুলাই) যে বাংলাদেশ খেলতে নামবে আলিম দারেরই দেশ পাকিস্তানের বিপক্ষে! সেদিন মাঠের দায়িত্বে থাকবেন দুই ইংলিশ আম্পায়ার রিচার্ড ক্যাটলবরো এবং মিকায়েল গফ। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন অপর ইংলিশ অফিসিয়াল রিচার্ড ইলিংওয়ার্থ।
বাংলাদেশের প্রায় প্রতিটি বড় ম্যাচেই দায়িত্ব পান আলিম দার। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে আলিম দার ছিলেন মাঠের আম্পায়ার। সেদিন রোহিত শর্মার ক্যাচ বাতিল করে দিয়ে সরাসরি বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এই পাকিস্তানি আম্পায়ার। সঙ্গে ছিলেন ইংল্যান্ডের ইয়ান গোল্ড। নো বলে জীবন পেয়ে ওই ম্যাচে সেঞ্চুরি করেন রোহিত শর্মা। বিশ্বকাপ শুরুর আগেই ম্যাচ বাই ম্যাচ তালিকা তৈরি করে কোন ম্যাচে কোন আম্পায়ার দায়িত্ব পালন করবেন সেটা নির্ধারণ করে রাখে আইসিসি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর