× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আফগানিস্তানের দায়িত্ব ছাড়ছেন সিমন্স

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৯, বৃহস্পতিবার

বিশ্বকাপের পর আফগানিস্তানের কোচের দায়িত্ব ছাড়বেন ফিল সিমন্স। ইতিমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) এ নিয়ে নোটিশ দিয়েছেন বলে জানান সাবেক এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিক-ইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে সিমন্স বলেন, ‘আমি দায়িত্ব ছাড়ার ব্যাপারে ভেবেছি। আমি এসিবিকে নোটিশও দিয়েছি। আমি আমার চুক্তির মেয়াদ বাড়াতে চাই না। আমি ভিন্ন কিছু করতে চাই।’
বিশ্বকাপের পর সিমন্সের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে আফগান ক্রিকেট বোর্ডের। ২০০৭ সালে আফগানিস্তানের সঙ্গে চুক্তি করেন সাবেক এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ১৫ই জুলাই।
এ নিয়ে সিমন্স বলেন, ‘আমার চুক্তির মেয়াদ ১৮ মাস। আমার মনে হয়ে আমি আমার কাজ সম্পন্ন করেছি। এখন যাওয়ার সময় হয়েছে। তারা চেয়েছিল বিশ্বকাপে খেলার। সে জন্যই আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। আমার লক্ষ্য আশার চেয়ে বেশি কিছু করার। সে অনুযায়ী আমি অনুশীলন করাই,  সে অনুযায়ী ম্যাচ নিয়ে ভাবি।’
বিশ্বকাপের আগমুহূর্তে আফগানিস্তানের অধিনায়ক পরিবর্তন করা হয়। আসগর আফগানকে পরিবর্তন করে গুলবাদিন নায়েবকে অধিনায়ক করে আফগান ক্রিকেট বোর্ড। এনিয়ে সিমন্স বলেন, ‘না সেটা আমার দেখার বিষয় নয়। আর আমি দলের কোনো পরিবর্তনে সিদ্ধান্ত দেই না। সেটা আফগান ক্রিকেট বোর্ডের নির্বাচকরাই সিদ্ধান্ত নেয়।’
সিমন্সের দায়িত্ব ছাড়া নিয়ে আফগান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, সিমন্স দায়িত্ব ছাড়ার ব্যাপারে কথা বলেছে। তার চুক্তির মেয়াদও শেষ হচ্ছে। তার সঙ্গে চুক্তিই হয়েছিল আফগানিস্তাকে বিশ্বকাপের বাছাই পর্বে জিতিয়ে মূল পর্বে নিয়ে আসা।
১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ মাথায় অভিষেক হয় ফিল সিমন্সের। পরে ১৯৯৯ সাল পর্যন্ত ১৪৩ ওয়ানডেতে ৩ হাজার ৬৭৫ রান সংগ্রহ করেন তিনি। বল হাতে ৮৩ উইকেটও আছে তার ঝুলিতে। ক্যারিয়ারের ২৬ টেস্টে ১০০২ রান সংগ্রহ এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের। এবারের বিশ্বকাপে টানা সাত হার নিয়ে পয়েন্টশূন্য আফগানিস্তান আলোচনায় রয়েছে দলীয় শৃঙ্খলার প্রশ্নেও । আর দুদিন আগে ফিল সিমন্স বলেন, বিশ্বকাপের পর আমি সব ফাঁস করে দেবো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর