× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বকাপের প্রথম ধাপ সম্পন্ন: ফিঞ্চ

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৯, বৃহস্পতিবার

বিশ্বকাপে ৬ ম্যাচ জিতে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। মঙ্গলবার লর্ডসে ইংল্যান্ডেকে ৬৪ রানে হারায় অ্যারন ফিঞ্চের দল। এতে বিশ্বকাপ জয়ের প্রথম ধাপ পার করলেন বলে জানান অজি অধিনায়ক ফিঞ্চ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘কাপ জিততে হলে আগে সেমিফাইনালে যেতে হবে। তাই প্রথম ধাপের কাজটা সম্পন্ন হলো বলে ভালো লাগছে। দল একটা ছন্দে খেলছে। এই গতিতেই এগিয়ে যেতে চাই।’ আসরে একমাত্র ভারতের বিপক্ষে হার দেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অজিদের আরো বাকি দুই ম্যাচ।
আগামী ২৯শে জুন নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। আর ৬ই জুলাই নিজেদের গ্রুপপর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অ্যারন ফিঞ্চের দল।
মঙ্গলবার টস হেরে আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে ২৮৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় অজিরা। পরে দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই ইংল্যান্ডকে ভড়কে দেন অজি পেসার বেরেনডর্ফ ও মিচেল স্টার্ক। তবে ব্যাট হাতে চোখ রাঙাচ্ছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তার ব্যাট থেকে আসে ৮৯ রান। ম্যাচ শেষে ফিঞ্চ বলেন, ‘ইংল্যান্ড ব্যাটে বলে দুর্দান্ত দল। স্টোকস তো নিজের দিনে একাই প্রতিপক্ষকে শেষ করে দিতে পারে। এদের বিপক্ষে আজ বেরেনডর্ফ ও মিচেল স্টার্ক দারুণ বল করলো। বিশেষ করে বেরেনডর্ফ। ওর সুইং সামলাতে গিয়ে সমস্যা হয়েছে ইংল্যান্ডের। ওর সঙ্গে পাল্লা দিয়ে বল করেছে কামিন্সও। স্টার্ককে খেলা কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। স্পিনার নাথান লায়নও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ বল হাতে ইংল্যান্ডের ব্যাটিং লাইপআপ ধসিয়ে দেন অজি দুই পেসার মিচেল স্টার্ক ও বেরেনডর্ফ। ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন বেরেনডর্ফ। আর ৮.৪ ওভারে ৪৩ রান খরচে স্টার্কের শিকার ৪ উইকেট।
পন্টিংকে  ছুঁলেন ফিঞ্চ
এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন অধিনায়ক ফিঞ্চ। দুই সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৪৯৬ রান নিয়ে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয় স্থানে আছেন এই অজি ওপেনার। আর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে দুটি সেঞ্চুরি তুলে নিয়ে রিকি পন্টিংকে ছুঁলেন ফিঞ্চ। ২০০৩ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে দুটি সেঞ্চুরি করেছিলেন সাবেক অজি ব্যাটসম্যান রিকি পন্টিং। সেবার রিকি পন্টিংয়ের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। ফিঞ্চ বলেন, ‘দলের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলে তো ভালই লাগে। ডেভিড ওয়ার্নার আজ ওর সেরা ছন্দের খুব কাছেই ছিল। দুর্ভাগ্য,ও তাড়াতাড়ি আউট হয়ে গেল। পাঁচটি বিশ্বকাপ রয়েছে অস্ট্রেলিয়ার কাছে। তাই প্রত্যাশার চাপ তো থাকবেই।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর