তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০১৯, সোমবার
তাড়াশে সিরাজগঞ্জ পবিস-১র অধীনে তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উদ্যোগে যাত্রা শুরু করলো অসহায় শীতার্ত মানুষের জন্য ‘মানবতার দেয়াল’। রোববার সকালে তাড়াশ জোনাল অফিসে কর্মরত ৭৫ জন কর্মকর্তা-কর্মচারী তাদের অফিসের সম্মুুখ ভাগের মানবতার দেয়ালে তাদের বাসা বাড়ি থেকে আনা ব্যবহারযোগ্য বিভিন্ন গরম কাপড়, শিশুদের পোশাক নিয়ে এসে শীতার্তদের জন্য ঝুলিয়ে দেন। আর সেখান থেকে অসহায় শীতার্ত মানুষ তাদের প্রয়োজনীয় কাপড় বেছে নিবেন এবং সামর্থ আছে এমন যে কেউ সেখানে তাদের পোশাক রাখবেন এমন প্রত্যাশার মধ্য দিয়ে মানবতার দেয়ালের উদ্বোধন করেন তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আশরাফ উদ্দিন খান।