দেশ বিদেশ

আমিন বাজারে অস্ত্র ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ৭

স্টাফ রিপোর্টার

২০২০-০১-১৯

ঢাকার আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিলসহ ৭ মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমিনবাজার সড়কে অভিযান চালিয়ে ট্রাকে ফেনসিডিলের চালান পাচারের সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সাইরন আলী (৩৮), শরীফুল ইসলাম (৩৭), নাসিরুল ইসলাম (৩৬), আব্দুল কাইয়ুম (৩৩), আবু সায়েম (৩২), শামীম রেজা (২২) ও সাহাবুর ইসলাম (২২)। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৫৬২ বোতল ফেনসিডিল, ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, গুলি-ম্যাগাজিন উদ্ধার করা হয়। মাদক বহনের ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক চোরাকারবারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গ্রেপ্তারকৃতদের নামে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। অস্ত্রধারী হওয়ায় সাধারণত কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস করতো না। কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো তারা। তিনি আরও জানান,এই মাদক চোরাকারবারীরা চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিল এনে ঢাকা এবং আশেপাশের এলাকায় সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status