ঢাকা, ১৭ জানুয়ারি ২০২১, রবিবার
কূটনীতিকদের সঙ্গে বিএনপি’র বৈঠক
অনলাইন
স্টাফ রিপোর্টার
(১১ মাস আগে) জানুয়ারি ২৬, ২০২০, রবিবার, ৫:৫৯ পূর্বাহ্ন
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। রোববার বিকাল চারটায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হয়ে সাড়ে পাঁচটায় এ বৈঠক শেষ হয়। বৈঠকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, নরওয়ে, ভারত, তুরস্ক, ডেনমার্ক, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মরোক্কো, ইউএসএআইডি ও অস্ট্রেলিয়ার হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, ইসমাইল হোসেন জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য জেবা আমিনা খান উপস্থিত ছিলেন।
জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান মানবজমিনকে বলেন, কূটনীতিকদের সঙ্গে বিএনপির নিয়মিত বৈঠকের অংশ হিসেবে এই বৈঠক হয়েছে।
তবে জানা গেছে, আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে ব্রিফ করতেই কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
shahidul islam nerob
২৬ জানুয়ারি ২০২০, রবিবার, ৭:৪৪good but need perfect think tank & follow up also feed back