বিনোদন

প্রকাশ্যে শাকিব-বুবলীর ‘তুমি আমার জীবন’

স্টাফ রিপোর্টার

২০২০-০২-০৭

আসছে ভালোবাসা দিবস উপলক্ষে রুপালী পর্দার আলোচিত জুটি শাকিব খান ও বুবলী অভিনীত ‘বীর’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এর আগে প্রকাশ্যে আসলো এ সিনেমার ‘তুমি আমার জীবন’ শিরোনামের একটি রোমান্টিক গান। বৃহস্পতিবার সন্ধ্যায় এ গানটি প্রকাশের পর মাত্র ১৬ ঘন্টায় পাঁচ লাখের মত দর্শক গানটি দেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে গানটির শেয়ারও করেছেন। শাকিব খান বলেন, ভালোবাসার রঙ ছড়াতে ‘বীর’ সিনেমাটি ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে আসছে। আর তারই অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে এ গানটি। এরপর ট্রেলারসহ বাকি গানগুলো প্রকাশ করা হবে। আমার বিশ্বাস, সবগুলো গান ও সিনেমাটি দর্শকদের ভালোলাগবে। শাকিব খান ফিল্মসের ইউটিউব চ্যানেলে মুক্তির পর পুরোপুরি রোমান্টিক ধাঁচের এ গানটি শেয়ার করে অনেকেই লিখছেন, আগের গানগুলোর মতোই এবারও ভাইরাল হবে শাকিব-বুবলী জুটির এই  রোমান্টিক গানটি।

কবির বকুলের লেখা এ গানটিতে কন্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল। সংগীতায়োজন করেছেন আকাশ সেন। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব। এর আগে একই শিরোনামে ‘অবুঝ হৃদয়’ ছবিতে গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর ও রুনা লায়লা। তবে ‘বীর’ ছবিতে এই গানটিতে শুধু ওই গানের মুখটিই ব্যবহার করা হয়েছে। ‘বীর’ ছবির গল্পে চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে মুখ ভর্তি গোঁফ দাড়ি নিয়ে গানের দৃশ্যেও হাজির হয়েছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করেছেন গুনী নির্মাতা কাজী হায়াত। এ ছবিতে মিশা সওদাগর, নানা খান, নাদিম,সুনানসহ অনেকে অভিনয় করেছেন। ছবির সহ-প্রযোজক এমডি ইকবাল। এটি শাকিব খানের এসকে ফিল্মস প্রযোজিত তৃতীয় ছবি। এর আগে ‘হিরো দ্য সুপারস্টার’ (২০১৪) এবং ‘পাসওয়ার্ড’ (২০১৯) নামে দুটি সিনেমা প্রযোজনা করেন শাকিব খান। ছবিগুলো মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status