× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

দুর্বৃত্তদের আগুনে পুড়লো হানিফ মিয়ার স্বপ্ন

বাংলারজমিন

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার

মাধবদীতে আগুনে পুড়ে ছাই হয়েছে বৃদ্ধ হানিফ মিয়ার স্বপ্ন। দুর্বৃৃত্তদের দেয়া আগুনে পুড়ে মারা গেছে বাছুরসহ একটি দুধের গাভী ও আটমাসের গর্ভবতী একটি গাভী। এছাড়াও পুড়ে ছাই হয়েছে নগদ টাকা, জরুরী কাগজপত্র ও ১০মণ সরিষাসহ বৃদ্ধের বসতঘর। গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে মাধবদীর দরগাবাড়ি মাদ্রাসার পশ্চিম পাশে হানিফ মিয়ার বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, মাধবদীর রেললাইন সংলগ্ন  মুক্তিযোদ্ধা আতাউর রহমানের বাড়ির পাশে একটি টিনের ঘরের অর্ধেকে স্ত্রী ও এক নাতিকে নিয়ে বাস করতেন বৃদ্ধ হানিফ মিয়া। বাকি অর্ধেকে ৩টি গরু পালন করতেন। পাশাপাশি ঘর সংলগ্ন ৪৫ শতাংশ জমিতে তিনি বর্গায় চাষাবাদ করতেন।  বুধবার জমি থেকে প্রায় ১০ মণ সরিষা ঘরে তোলেন তিনি। প্রতিদিনের মতো কাজ শেষ করে সন্ধ্যায় গরু ঘরে বেঁেধ পাশের গ্রামে মেয়ের বাড়িতে যান।
রাত সাড়ে সাতটার দিকে হঠাৎ তার বসতঘরে আগুনের খবরে তিনি ছুটে আসেন। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে পুড়ে মারা যায় গৃহপালিত ৩টি গরু, ১০মণ সরিষা, নগদ ৫ হাজার টাকাসহ প্রয়োজনীয় জরুরী কাগজপত্র। বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনে পোড়া ধ্বংসস্তুপে বসে হাউমাউ করে কাদছেন বৃদ্ধ আবু হানিফ মিয়া। এ সময় কান্নাজড়িতকণ্ঠে তিনি জানান, নিজের কোন সহায় সম্বল না থাকায় মাধবদীর পল্লী চিকিৎসক হাজী শফি উদ্দিনের রেল লাইন সংলগ্ন ওই জমিতে ঘর তুলে গত ১০ বছর যাবৎ বসবাস করে আসছিলেন। গত কয়েকবছর আগে তার চার মেয়ে মিলে তাকে একটি গরু কিনে দেয়। সেটা লালন পালন ও বর্গাচাষের জমি থেকে আয়ের টাকায় একমাত্র ছেলের ভবিষ্যৎ গড়ে দেয়ার স্বপ্ন দেখেন তিনি। একটি গরু থেকে তার তিনটি গরু হয়। এর মধ্যে একটি থেতে প্রতিদিন ৮ লিটার দুধ পাওয়া যেতো, অন্যটিও ছিলো ৮মাসের গর্ভবতী। দুর্বত্তদের দেয়া আগুনে সব পুড়ে ছাই হয়ে যায়। তিনি অভিযোগ করে বলেন তার পালিত গরুর মলমূত্রের গন্ধ যাওয়ার অজুহাতে পাশের বাড়ির মুক্তিযোদ্ধা আতাউর রহমান ও তার ছেলে মাসুদ প্রায়ই তাকে বকাঝকা করতো। এমনকি বিভিন্ন সময় বৃদ্ধ হানিফকে মারধরসহ এখান থেকে উচ্ছেদের জন্য বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাতো। এ ঘটনাটিকে তিনি পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনা বলে দাবী করে এর সঠিক বিচার দাবী করেন। তবে এ অভিযোগ অস্বীকার করে মুক্তিযোদ্ধা  আতাউর বলেন, বৃদ্ধের সাথে তাদের কোন বিরোধ ছিলোনা বরং এ অগ্নিকাণ্ডে তাদের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় মাধবদী থানায় একটি অভিযোগ করা হলে থানার উপ-পরিদর্শক মীর শিবলী কায়েস ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর