× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

রাজনৈতিক সুবিধার জন্য আইনের অপব্যবহার করা হচ্ছে: কানাইয়া কুমার

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) ফেব্রুয়ারি ২৯, ২০২০, শনিবার, ১০:০৮ পূর্বাহ্ন

বাম ছাত্রনেতা কানাইয়া কুমারের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা স্থগিতাবস্থায় ছিল এতদিন। কিন্তু দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) তার বিচারে অনাপত্তি দিয়েছে। ব্যাঙ্গ করে এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন কানাইয়া কুমার। তবে তিনি ন্যায় ও দ্রুত বিচার প্রত্যাশা করেছেন। এ নিয়ে শুক্রবার রাতে এনডিটিভির সঙ্গে কথা বলেন তিনি। এতে তিনি বলেছেন, এ বছর বিহারে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে তাকে টার্গেট করা হয়েছে। এ সময় তিনি গত মাসে জম্মু-কাশ্মীরের সিনিয়র পুলিশ কর্মকর্তা দেবিন্দর সিংয়ের মামলার মতো অন্যান্য মামলার দিকে দৃষ্টি দেন।
অভিযোগ করেন, রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য সরকার রাষ্ট্রদ্রোহের আইনের অপব্যবহার করছে। কানাইয়া কুমার বলেন, সময়টা দেখেন। অভিযোগপত্র দেয়া হয়েছিল লোকসভা নির্বাচনের পূর্বে (যখন তিনি বিহারের বেগুসারাই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন)। এখন এ বছরে আবার নির্বাচনকে সামনে রেখে আমি বিহারের জন্য প্রস্তুতি নিচ্ছি। দেশের মানুষের জানা উচিত কিভাবে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য রাষ্ট্রদ্রোহের আইন ব্যবহার করা হচ্ছে। দেবিন্দর সিংয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয় নি। অন্যদিকে আমি তো ভারতবিরোধী কোনো স্লোগান দিই নি।
আপ কেন তার বিরুদ্ধে মামলার বিচার কাজ চালাতে অনুমতি দিয়েছে? এমন প্রশ্নের উত্তর দিকে অস্বীকৃতি জানান কানাইয়া কুমার। তিনি বলেন, আপ কেন অনুমোদন দিয়েছে তা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি যা চাই তা হলো দ্রুত বিচার, ফাস্ট ট্রাক কোর্ট। এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত চাই। টিভি স্টুডিওতে বসে সেখান থেকে বিচার চাই না। তাই সংশ্লিষ্টদের কাছে আবেদন রাজনৈতিক চাপে নেতিয়ে না পড়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ন্যায়বিচার নিশ্চিত করুন। বিচার বিভাগের ওপর পূর্ণ আস্থা আছে বলেও জানান তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর