× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২২ মে ২০২৪, বুধবার , ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিঃ

স্পিকারের ভারত সফর স্থগিত

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৪ বছর আগে) মার্চ ১, ২০২০, রবিবার, ৯:১৯ পূর্বাহ্ন

স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর ভারত সফর স্থগিত হয়েছে। সোমবার স্পিকারের নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধি দল ভারতে যাওয়ার কথা ছিল। তবে শেষ মুহুর্তে এসে এ সফর স্থগিত করা হয়। জাতীয় সংসদের চীফ হুইপ নুর ই আলম চৌধুরী মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংসদের বিশেষ অধিবেশন আয়োজনের ব্যস্ততা থাকায় এই মুহুর্তে এই সফরটি হচ্ছে না। পরবর্তীতে সুযোগ হলে সফরের উদ্যোগ নেয়া হবে। স্পিকারের এ সফরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় সংসদের নানা অনুষ্ঠানমালায় ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাকে আমন্ত্রণ জানানো ছাড়াও সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জিসহ শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানোর কথা ছিল। চিফ হুইপ জানান, আগামী ২২ ও ২৩শে মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন হবে।
এই অধিবেশন প্রস্তুতির কারণেই সফর হচ্ছে না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর