করোনা আপডেট

আরো ৩ করোনা রোগী শনাক্ত, একজন আইসিইউতে

স্টাফ রিপোর্টার

২০২০-০৩-২০

দেশে আরো ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও দুই জন পুরুষ। এরমধ্যে ৭০ বছর বয়স্ক একজন পুরুষকে আইসিইউতে রাখা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এক সংবাদ ব্রিফিং এ এসব তথ্য জানান। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ জন। আর করোনায় মারা গেছেন একজন। বর্তমানে ৩০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে ৪৪ জনকে। নাসিমা সুলতানা প্রেস ব্রিফিং এ করোনা নিয়ন্ত্রণে জনসচেতনতার ওপর জোর দেন। বয়স্ক, অসুস্থ ব্যক্তিদের বাসায় থাকার অনুরোধ জানান তিনি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status