খোশ আমদেদ মাহে রমজান
বিবেক জাগ্রত করার মাস রমজান
মাওলানা এম, এ, করিম ইবনে মছব্বির
২০২০-০৪-২৯
রােজা মানুষকে সংযমী হতে শিক্ষা দেয়। এ পবিত্র ইবাদত মানুষের আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা বাড়িয়ে দেয়। যাতে মানুষ মহান আল্লাহ পাকের নির্দেশিত পথে পরিচালিত হতে পারে। রমজান মাস মানুষের মন, দেহ ও রুহকে সুস্থ, বিকশিত ও জাগ্রত করে তুলে। এই রমজানে আমাদের কথা ও কর্মের চরম পরীক্ষা হয়ে যায়। আমরা স্রষ্টাতে বিশ্বাসী, তাঁর প্রতিটি নির্দেশনা আমরা মেনে চলি। কারণ তিনি আমাদের গর্দানের শিরা অপেক্ষাও অতি নিকটে অবস্থান করেন। আমরা যা কিছু বলি ও করি তার সব কিছুই তিনি শুনেন এবং দেখেন। যদি সত্যিকার অর্থে আমরা আল্লাহ পাককে ভয় করে থাকি, তাহলে আমাদের অহঙ্কারী মস্তক আল্লাহর নিকট অবনমিত করে দিবাে। কারো সাথে প্রতারণা করব না। সকল প্রকার অপরাধ ও অন্যায় কাজ থেকে বিরত থাকব। রহমতের মাস রমজান। তাই রমজান আগমনের সাথে সাথে চারদিকে এক স্নিগ্ধ বেহেশতী বাতাস বইতে থাকে।