ঢাকা, ১৭ জানুয়ারি ২০২১, রবিবার
সুপ্রিম কোর্টের এক বিচারপতি করোনায় আক্রান্ত
করোনা আপডেট
স্টাফ ররিপোর্টার
১৮ মে ২০২০, সোমবার
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইএইচ) হাসপাতালে চিকিংসাধীন। সোমবার সুপ্রিম কোর্টের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সুপ্রিম কোর্ট সূত্র জানায়, বিচারপতি শেখ শশাঙ্ক শেখর সরকার গত ৮ই মে থেকে জ্বর ও কাশিতে ভুগছিলেন। অসুস্থতার কারণে ১০ই মে ভিডিও কনফারেন্সে বিচারপতিদের ফুল কোর্ট সভায় তিনি অংশ নিতে পারেননি। এরপর গত ১১ই মে পরীক্ষা করালে রিপোর্টে করোনা পজেটিভ আসে। এ সময় তিনি বাসাতেই অবস্থান করছিলেন। তবে গত ১৩ই মে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুগদা জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে সেখান থেকে সিএমইএইচে স্থানান্তর করা হয়।
২০১৮ সালের ৩০শে মে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের এক পরিপত্রের মাধ্যমে হাইকোর্টে ১৮ জন বিচারপতিকে নিয়োগ দেয়া হয়। ওই ১৮ বিচারপতির মধ্যে শশাঙ্ক শেখর সরকার একই বছরের ৩১শে মে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
মোহাম্মদ হাছান ফেণী
১৮ মে ২০২০, সোমবার, ৩:৪৪উনি সামাজিক ডিসটেংন্স মেনে চলেননি? উনি কি হাত ধোঁয়া অন্ন্য কাজ গুলো পালন করেননি?