করোনা আপডেট
ভোক্তা অধিকারের মহাপরিচালকসহ আরো ৪ কর্মকর্তা করোনায় আক্রান্ত
স্টাফ রিপোর্টার
২০২০-০৫-১৮
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহাসহ আরো ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সংস্থাটির মোট ৬ কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। আজ সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মাসুম আরেফিন বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন।
মাসুম আরেফিন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। তারা হলেন- উপ-পরিচালক আতিয়া সুলতানা, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা ও রজবী নাহার। এছাড়া আরো অনেকের করোনা উপসর্গ রয়েছে, যাদেরকে আগামীকাল টেস্ট করানো হবে। এর আগে উপপরিচালক শাহরিয়ার ও ড্রাইভার মিলিয়া খানম করোনায় আক্রান্ত হন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মহাপরিচালক বাবলু কুমার সাহা নিজে মাঠ পর্যায়ে তদারকি করেছেন। নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য স্থিতিশীল রাখতে সাধারণ ছুটির মধ্যেও প্রতিদিন অফিস করেছেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মিটিং করেছেন। এছাড়া বিভিন্ন দিকনির্দেশনা দেয়াসহ সারা বাংলাদেশের কার্যক্রম মনিটরিং করেছেন তিনি।
মাসুম আরেফিন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। তারা হলেন- উপ-পরিচালক আতিয়া সুলতানা, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা ও রজবী নাহার। এছাড়া আরো অনেকের করোনা উপসর্গ রয়েছে, যাদেরকে আগামীকাল টেস্ট করানো হবে। এর আগে উপপরিচালক শাহরিয়ার ও ড্রাইভার মিলিয়া খানম করোনায় আক্রান্ত হন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মহাপরিচালক বাবলু কুমার সাহা নিজে মাঠ পর্যায়ে তদারকি করেছেন। নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য স্থিতিশীল রাখতে সাধারণ ছুটির মধ্যেও প্রতিদিন অফিস করেছেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মিটিং করেছেন। এছাড়া বিভিন্ন দিকনির্দেশনা দেয়াসহ সারা বাংলাদেশের কার্যক্রম মনিটরিং করেছেন তিনি।