করোনা আপডেট

চাঁদপুরে আরো ৫জনের করোনা শনাক্ত : মৃত বেড়ে ৫

চাঁদপুর প্রতিনিধি

২০২০-০৫-১৮

চাঁদপুরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা আরো ৫জন বেড়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৬জন। মৃত বেড়ে হয়েছে ৫জন। ফরিদগঞ্জে করোনার উপসর্গে মারা যাওয়া একজনের রিপোর্ট আজ পজেটিভ এসেছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সোমবার মোট রিপোর্ট এসেছে ১০টি। এর মধ্যে পজেটিভ ৪টি।  চাঁদপুর সদরে ২টি ও ফরিদগঞ্জে ২টি। শাহরাস্তির ১জন। কুমিল্লায় শনাক্ত হয়ে নিজ এলাকায় চলে আসায় তিনিও জেলার করোনা রোগী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। সে হিসেবে সোমবার মোট করোনা আক্রান্ত রোগী বেড়েছে ৫জন।

গত বৃহস্পতিবার ফরিদগঞ্জে মারা যাওয়া শাহ আলম পাটওয়ারীর (৬৫) নমুনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে। ফরিদগঞ্জের আরেকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ।

এদিকে চাঁদপুর সদরের আক্রান্ত নতুন ২জন’ই চাঁদপুর শহরের। একজন ইউএনও অফিসের স্টাফ ও একজন গুয়াখোলা বাসিন্দা।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status