বিশেষ সংবাদদাতা (৭ মাস আগে) মে ২০, ২০২০, বুধবার, ৪:৫১ পূর্বাহ্ন
ভারতীয় সময় বেলা চারটে -বেলা আড়াইটায় আম্ফানের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে - প্রায় সাড়ে তিনঘন্টা ধরে এই ল্যান্ডফল প্রক্রিয়া চলবে - দিঘায় হাওয়ার গতিবেগ প্রায় ঘন্টায় দেড়শো কিলোমিটার - সুন্দরবনের সাগরে আছড়ে পড়ার পর পূর্ব কলকাতা ছুঁয়ে আম্ফান বৃহস্পতিবার বিকেলের দিকে তা বাংলাদেশের দিকে চলে যাবে
- কলকাতায় ঝড়ের গতিবেগ এখন ঘন্টায় ঊনসত্তর কিলোমিটার। ভেঙে পড়েছে গাছ, লাম্পপোস্ট -সাড়ে পাঁচটা নাগাদ কলকাতায় আরও ভয়াবহ ঝড় আসবে