করোনা আপডেট

ভোক্তা অধিদপ্তরের আরো ৫ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার

২০২০-০৫-২০

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয় ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের আরো ৪ কর্মকর্তা ও ১জন গাড়ি চালকসহ মোট ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত অধিদপ্তরের  মহাপরিচালকসহ মোট ১১ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে দুইজন গাড়ি চালক রয়েছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

অধিদপ্তর সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আফরোজা রহমান, সহকারী পরিচালক তাহমিনা বেগম ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা ও মাহমুদা আক্তার এবং অধিদপ্তরের গাড়িচালক সোহেল আহমেদ।

এর আগে অধিদপ্তরের মহাপরিচালক ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার করোনায় আক্রান্ত হন।

জানা গেছে, বর্তমানে অধিদপ্তরের প্রধান কার্যালয় ও ঢাকা বিভাগীয় কার্যালয়ে ১৭ জন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে ৯ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের স্ত্রী, পুত্র, কন্যা আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে সাধারণ ছুটি চলছে। এ সময়ে  বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ থাকলেও স্বাস্থ্যঝুঁকি নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রতিদিন মাঠে অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। নিয়মিত বাজার তদারকি করে বিভিন্ন পণ্যের দাম স্বাভাবিক রাখতে ভূমিকা রেখেছে অধিদপ্তর।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status