× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

সুন্দরবনে জেলে নির্যাতনের ঘটনায় শরণখোলায় ভাইস চেয়ারম্যানের নামে মামলা

বাংলারজমিন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
১৩ আগস্ট ২০২০, বৃহস্পতিবার

সুন্দরবনে জেলে নির্যাতনের ঘটনায় বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাউথখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পারভেজসহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নির্যাতিত জেলের মহাজন মো. এমাদুল হক শরীফ বাদী হয়ে বুধবার রাতে শরণখোলা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, বাদীর দাদান নেয়া জেলে মামুন খান গত ৭ই আগস্ট বগী ফরেস্ট স্টেশন থেকে পারমিট গ্রহন করে সঙ্গীয় জেলেদের নিয়ে সাগরে মাছ ধরতে যায়। গত ৯ আগস্ট বৈরী আবহাওয়ার কবলে পড়ে জেলেরা নিরাপদে আশ্রয় নেয় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকার বালির খালে। সাগর পাড়ের ওই স্থান নিজের দখলের বলে দাবী করেন ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ। এরপর ওইদিন বিকেল পাঁচটার দিকে ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ ও তার সঙ্গীয় আসামিরা জেলে মামুন খানকে মারধর করে তাড়িয়ে দেয়। এ সময় ট্রলার থেকে ৩৮টি ইলিশ মাছ ও নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে। এ ঘটনায় এমাদুল হক শরীফ বাদী হয়ে শরণখোলা থানায় একটি  মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামীরা হলেন- উপজেলার বকুলতলা গ্রামের মো. নাছির হাওলাদার, সোনাতলা গ্রামের আলম হাওলাদার, জাকির হাওলাদার, মিজান ওরফে শহিদ মৃধা ও পলাশ হাওলাদার।
মামলার বাদী এমাদুল হক শরীফ জানান, ঘটনার পরের দিন সকালে আহত জেলে মামুন খানকে দুর্গম সুন্দরবন থেকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার জেলেদের মারধর করে টাকা ও মাছ লুট করায় তিনি এ মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইন চার্জ এসকে আব্দুল্লাহ আল সাঈদ বলেন, ওই ঘটনায় বুধবার রাতে ভাইস চেয়ারম্যান পারভেজ ও তার সহযোগীদের নামে একটি মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।
অপরদিকে, বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, বন বিভাগের অনুমতি ছাড়া সুন্দরবনে মাছ ধরার সময় সোমবার বিকেলে দুইটি নৌকাসহ ৯ জন জেলেকে আটক করা হয়েছে। ওই সব জেলে শরণখোলার ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের বলে আটককৃতরা জানায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর