দেশ বিদেশ

সড়ক দুর্ঘটনায় পিআইবির পরিচালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

২০২০-০৯-২২

রাজধানীর শনির আখড়ায় মোটরসাইকেলে ও  ট্রাকের ধাক্কায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালক মো. ইলিয়াস ভূঁইয়ার (৫৫) মৃত্যু হয়েছে। ইলিয়াসকে গত রোববার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  নেয়া হলে চিকিৎসক তাকে মৃত  ঘোষণা করেন বলে মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান। ওই মোটরসাইকেলের চালকও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান তিনি। ইলিয়াসের ছোট ভাই ইয়াসির আরাফাত বলেন, ভাই ব্যক্তিগত কাজে নারায়ণগঞ্জে গিয়েছিলেন। রাতে মোটরসাইকেলে করে ফিরছিলেন। একটি ট্রাক তাদের  পেছন থেকে ধাক্কা দেয়। ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার ইফতেখারুল আলম জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি তারা আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।
১৯৮৮ সালের বিসিএস ব্যাচের কর্মকর্তা ইলিয়াসের বাড়ি কুমিল্লা সদরের অশোকতলায়। যুগ্ম সচিব পদ মর্যাদায় তিনি পিআইবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status