বিশ্বজমিন
ভূমধ্যসাগরে অভিবাসী বোঝাই নৌকাডুবির ঘটনায় নিহত ৩, নিখোঁজ ১৩
মানবজমিন ডেস্ক
২০২০-০৯-২৫
ভূমধ্যসাগরে নৌকা ডুবে অন্তত ১৬ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার এক রিপোর্টে জাতিসংঘ এ তথ্য দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে লিবিয়ার জেলেরা ডুবন্ত নৌকাটি দেখতে পায়। তৎক্ষণাৎ তারা সাহায্য করতে ছুটে যায় এবং ২২ জনকে পানি থেকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে বাংলাদেশি, মিশরীয়, সিরিয় ও সোমালীয় নাগরিক। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।
খবরে জানানো হয়েছে, সেখান থেকে আরো তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১৩ অভিবাসী। আশঙ্কা করা হচ্ছে, তারা সকলেই পানিতে ডুবে মারা গেছেন।
লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে পূর্ব দিকে অবস্থিত শহর জিলিতেন থেকে নৌকাটি ইউরোপের উদ্দেশ্যে ছেড়ে যায় বুধবার। লিবিয়ার কোস্ট গার্ড জানিয়েছে তারা ওই অঞ্চলে উদ্ধার অভিযান চালাচ্ছে। মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
খবরে জানানো হয়েছে, সেখান থেকে আরো তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১৩ অভিবাসী। আশঙ্কা করা হচ্ছে, তারা সকলেই পানিতে ডুবে মারা গেছেন।
লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে পূর্ব দিকে অবস্থিত শহর জিলিতেন থেকে নৌকাটি ইউরোপের উদ্দেশ্যে ছেড়ে যায় বুধবার। লিবিয়ার কোস্ট গার্ড জানিয়েছে তারা ওই অঞ্চলে উদ্ধার অভিযান চালাচ্ছে। মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।