বিশ্বজমিন
যুক্তরাষ্ট্রে টিকটকের পক্ষে রায় দিল আদালত
মানবজমিন ডেস্ক
২০২০-০৯-২৮
সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক অ্যাপ ডাউনলোডের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা আটকে দিয়েছে আদালত। রোববার মধ্যরাত থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ওয়াশিংটনের একজন বিচারক প্রশাসনের ওই বিতর্কিত নির্দেশকে অস্থায়ীভাবে আটকে দেন। প্রশাসন জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি মনে করে টিকটকের বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা আরোপ করেছিল। বলা হচ্ছিল, এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি সম্পর্কে তথ্য চলে যাবে চীন সরকারের কাছে। এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেছিল টিকটক। ফলে ডিস্ট্রিক্ট জজ কার্ল নিকোলস বলেছেন, তিনি টিকটকের অনুরোধের প্রেক্ষিতে একটি অস্থায়ী ইনজাংশন দিচ্ছেন। ওদিকে আগামী ১২ই নভেম্বর থেকে টিকটকের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধ কার্যকর হওয়ার কথা। কিন্তু সেই নির্দেশ সম্পর্কে কোনো মন্তব্য করেননি বিচারক নিকোলস। বাণিজ্য মন্ত্রণালয়ের ওই নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহার করা যাবে না।