অনলাইন
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ
৫ দিনের রিমান্ডে ছাত্রলীগ নেতা সাইফুর ও অর্জুন
স্টাফ রিপোর্টার
২০২০-০৯-২৮
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমান ও আরেক আসামি অর্জুন লস্করকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে সিলেট মহানগর আদালতের বিচারক রিমান্ডের আদেশ দেন।
এর আগে গত রোববার সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তার দু’জনই ভারতে পালিয়ে যেতে চেয়েছিল। গত শুক্রবার রাতে সিলেট এমসি কলেজে বেড়াতে আসলে স্বামীকে আটকে রেখে তরুণীকে ছাত্রাবাসে তুলে নিয়ে ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন কর্মী। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ৬ নেতাকর্মীসহ অজ্ঞাত আরো ৩ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গত রোববার সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তার দু’জনই ভারতে পালিয়ে যেতে চেয়েছিল। গত শুক্রবার রাতে সিলেট এমসি কলেজে বেড়াতে আসলে স্বামীকে আটকে রেখে তরুণীকে ছাত্রাবাসে তুলে নিয়ে ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন কর্মী। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ৬ নেতাকর্মীসহ অজ্ঞাত আরো ৩ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।