বাংলারজমিন
ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ
ফেনী প্রতিনিধি
২০২০-০৯-২৯
সিলেটের এমসি কলেজে ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ ও খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারী গণধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ফেনী জেলা ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে শহরের ট্রাংক রোডস্থ আদালতের সামনের সড়ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শান্তি কোম্পানি রোডে গিয়ে শেষ হয়।
সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের নেতৃত্বে মিছিলে আব্বাস পাটোয়ারি, ইমরান হায়দার মান্না, শওকত আলী জুয়েল পাটোয়ারি, সাইফুল ইসলাম জিকু, রশিদ আহম্মদ মজুমদার, তাজুল ইসলাম পাভেল, রাজন মজুমদার, হামিদ বেগ, আরিফুল ইসলাম সুমন, রিয়াদ মজুমদার, জাবেদ পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের নেতৃত্বে মিছিলে আব্বাস পাটোয়ারি, ইমরান হায়দার মান্না, শওকত আলী জুয়েল পাটোয়ারি, সাইফুল ইসলাম জিকু, রশিদ আহম্মদ মজুমদার, তাজুল ইসলাম পাভেল, রাজন মজুমদার, হামিদ বেগ, আরিফুল ইসলাম সুমন, রিয়াদ মজুমদার, জাবেদ পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।