বাংলারজমিন

মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২০২০-০৯-২৯

সিলেট এমসি কলেজে ছাত্রলীগের নেতাকর্মীরা স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ এবং খাগডাছড়িতে আদিবাসী প্রতিবন্ধী নারীকে গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল। গতকাল দুপুরে মিছিলটি শহরের শমসেরনগর রোড থেকে শুরু হয়ে চৌমুহনা চত্বর অতিক্রম করে জুলিয়া শপিং সিটির সামনে পথসভার মাধ্যমে শেষ হয়। জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের পরিচালনায় বক্তব্য রাখেন শাহ আলম, মামুন পারভেজ, কলেজ ছাত্রদল নেতা জনি আহমেদ প্রমুখ। বক্তারা পবিত্র নগরী সিলেটের ঐতিহ্যবাহী কলেজ ক্যাম্পাসে এই ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তারা ওই ঘটনার সঙ্গে জড়িতদের কলেজ থেকে আজীবন বহিষ্কার ও রাষ্ট্রীয় আইনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এরকম ঘটনা ঘটতে থাকলে আর দৃষ্টান্তমূলক বিচার না হলে ছাত্রদল বসে থাকবে না। এ দেশের ছাত্রসমাজসহ সর্বস্তরের জনগণকে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে জনতার আদালতে ওই কুলাঙ্গারদের বিচার করা হবে।
 
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status