বাংলারজমিন
সুনামগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ৪ জন আটক
সুনামগঞ্জ ও তাহিরপুর প্রতিনিধি
২০২০-১০-০২
সুনামগঞ্জে দরিদ্রদের জন্য কম মূল্যে বিক্রি করা খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে পাচারকালে দুইটি স্থান থেকে ৬৮ বস্তাসহ চারজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে চালসহ তাদের আটক করা হয়। দোয়ারাবাজারে খাদ্যবান্ধব কর্মসুচির চাল কালোবাজারে পাচারকালে ৫৮ বস্তা চালসহ আটক করা হয় উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের নতুন কৃষ্ণনগর গ্রামের আরজ আলীর ছেলে মাসুক আলী (৪৫) ও একই গ্রামের আব্দুস সামাদের ছেলে আনোয়ার হোসেন আনুকে (৩৫)। এদিকে, তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের লামাগাঁও বাজার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চালসহ আটক করা হয় একই ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের প্রভাত সরকার (৫৭) ও লামাগাঁও গ্রামের আলাল মিয়া (৪০) কে। চালসহ আটককৃত চারজনের বিরুদ্ধে দোয়ারাবাজার ও তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা দায়ের হয়েছে বলে জানিয়ে দোয়ারাবাজার থানার ওসি মো. নাজির আলম ও তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার।