শিক্ষাঙ্গন

টেস্ট পরীক্ষার ভিত্তিতে এইচএসসি’র ফলাফল মূল্যায়ন চেয়ে আইনি নোটিশ

স্টাফ রিপোর্টার

২০২০-১০-০৮

জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে এইচএসসি’র ফলাফল নির্ধারণ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে এক পরীক্ষার্থীর পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ওই শিক্ষার্থীর দাবি, টেস্ট পরীক্ষার মাধ্যমে এইচএসসি’র ফলাফল মূল্যায়ন করলে প্রকৃত মূল্যায়নটি হবে।
 
আজ বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে শতাব্দী রায় নামের এক এইচএসসি পরীক্ষার্থীর পক্ষে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, শতাব্দী রায় সাভারে অবস্থিত মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং ২০২০ সনের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী।
 
তিনি আরো বলেন, জেএসসি ও এসএসসির ওপর ভিত্তি করে ফলাফল প্রস্তত করলে অনেক শিক্ষার্থীর ভালো প্রস্তুতি থাকার পরও পূর্বের জিপিএ-এর কারণে আশানুরূপ ফলাফল থেকে বঞ্চিত হবেন। আমরা মনে করি, সরকার যদি টেস্ট পরীক্ষার ভিত্তিতে এইচএসসি’র ফলাফল মূল্যায়ন করেন, তাহলে প্রকৃত মূল্যায়ন হবে।
 
শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করে এই নোটিশ পাঠানো হয়। আগামী ৩ দিনের মধ্যে দাবি মেনে না নিলে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
 
নোটিশে আরো বলা হয়েছে, জেএসসি ও এসএসসির ফলাফলের গড় করার কারণে একদিকে যেমন অনিয়মিত, একাধিক বিষয়ে অকৃতকার্য, প্রস্তুতিহীন শিক্ষার্থীর জন্য সুযোগ তৈরি হবে, তেমনি কোনো কারণে জেএসসি কিংবা এসএসসিতে কম জিপিএ পাওয়া মেধাবী, পরিশ্রমী শিক্ষার্থীরা তাদের প্রচেষ্টা প্রমাণে ব্যর্থ হবে। পূর্বের ফলাফলের গড় করে পরবর্তী পরীক্ষার ফলাফল নির্ধারণ এক ধরনের জোরপূর্বক এবং বেআইনি, যা দায়িত্বশীল কর্তৃপক্ষ আইনত করতে পারেন না।
 
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status