ভারত
কলকাতা কথকতা
লাইফ সাপোর্টে আছেন সৌমিত্র, দেখে এলেন মমতা বন্দোপাধ্যায়
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২০-১০-১৩
বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা আরও সংকটজনক। মঙ্গলবার দুপুর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।তার মস্তিস্ক কাজ করছে না বলে জানিয়েছেন বেলভিউ এর চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আজ বিকেলে সৌমিত্রকে দেখে এসেছেন। রাজ্য সরকার পঁচাশি বছরের এই অভিনেতার চিকিৎসার যাবতীয় ব্যায়ভার বহন করার সিদ্ধান্ত নিয়েছে। সৌমিত্রর সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে গেছে। মঙ্গলবার ফের তার জ্বর আসে। বারো জন চিকিৎসকের একটি দল অভিনেতার স্বাস্থ্যের দিকে নজর রাখছেন।